বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ | ১২ বৈশাখ, ১৪৩১ | ১৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

১৫ আগস্টের ঘটনা টুপি-কোটের প্রতিযোগিতার ফল, বললেন গয়েশ্বর


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৭ ডিসেম্বর, ২০২০ ৭:৩৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাকে টুপি ও কোটের প্রতিযোগিতার ফসল হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই ১৫ আগস্টের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই দুঃখজনক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে জিয়াউর রহমানের দিকে তীর ছোঁড়া হয়। আসলে মোশতাকের টুপি আর শেখ মুজিবের কোটের প্রতিযোগিতার ফসল ১৫ আগস্টের ঘটনা।

রোববার (২৭ ডিসেম্বর) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা হলে তা অসম্পূর্ণ থেকে যাবে। জিয়াউর রহমানকে যারা মুছে দিতে চাইছে, তারাই একদিন ইতিহাস থেকে মুছে যাবে।

ক্ষমতা স্থায়ী করতে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর