মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ | ১০ বৈশাখ, ১৪৩১ | ১৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

বুদ্ধিজীবী দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ মির্জা ফখরুলের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ ডিসেম্বর, ২০২০ ৩:৪১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। আজকের এই বুদ্ধিজীবী দিবসে শপথ নিচ্ছি, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করবোই ইনশাআল্লাহ।’

আজ সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজ মুক্তিযুদ্ধের চেতনা অবরুদ্ধ। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নেই। মুক্তচেতনার স্বাধীনতা নেই। সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন খালেদা জিয়া। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি চাই। আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলার স্বাধীনতা চাই।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘১৯৭১ সালে দেশকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেসময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে। তারা চেয়েছিল এ দেশকে অকার্যকর করতে।’

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী সোহেলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর