শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | ৬ বৈশাখ, ১৪৩১ | ৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা ইসলামী দল

চলে গেলেন হেফাজত মহাসচিব নূর হোসাইন কাসেমী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২০ ১:৫৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ রাজনীতি সংবাদকে জানান, হুজুর আজ দুপুর সোয়া ১টার দিকে মারা গেছেন। তবে কখন কোথায় তার জানাজা ও দাফন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

দীর্ঘ দিন ধরে শ্বাস-প্রশ্বাস ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমীকে গত ১ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর দুদিন পর না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নূর হোসাইন কাসেমী হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ১৫ নভেম্বর হেফাজতের সম্মেলনে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়। পাশাপাশি তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান পদেও রয়েছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর