শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০ | ১৮ রমজান, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

আ.লীগ ও বিএনপি জনগণের চাহিদা মেটাতে ব্যর্থ: জিএম কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ নভেম্বর, ২০২০ ৭:৪৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

আওয়ামী লীগ ও বিএনপি জনগণের চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘সঠিক সিদ্ধান্তের অভাবে এদেশ থেকে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে। তিনটি দল টিকে রয়েছে। অদূর ভবিষ্যতে এখান থেকেও কেউ ঝরে পড়বে। জাতীয় পার্টি টিকে থাকতে চায়। রাজনৈতিকভাবে জাতীয় পার্টি অনেক ভালো অবস্থানে রয়েছে।’

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব কুনু মিয়ার নেতৃত্বে ব্যবসায়ী মো. আলী হোসেন সরকার, সুধীন্দ্র শুভ্রসহ দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

জিএম কাদের বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ থেকে অনেক নেতা দলছুট হচ্ছে। কিন্তু জাতীয় পার্টি থেকে এখন আর কেউ দলছুট হচ্ছে না, বরং যারা চলে গিয়েছিল তারা আবার আসা শুরু করেছেন।’

সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সরকারের সমালোচনা করে বলেন, ‘জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। যার প্রমাণ সম্প্রতি নির্বাচনগুলো। সরকার বলছে, জনগণের সিংহভাগই আওয়ামী লীগের সমর্থনে রয়েছে, অথচ ভোটই পড়ে ৫ থেকে ১০ শতাংশ। তাহলে সরকারের সমর্থকরা কেথায়?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিইউ তাজ রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হোসেন, কুনু মিয়া, কেন্দ্রীয় নেতা আহাদ চৌধুরী ও উসমান আলী চেয়ারম্যান প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর