শনিবার, ২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১ | ২০ মহর্‌রম, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

এমপি আনার হত্যায় অভিযুক্ত শিমুলের সহযোগী আটক


রাজনীতি সংবাদ প্রতিনিধি, প্রকাশের সময় :২৯ মে, ২০২৪ ১২:২৭ : পূর্বাহ্ণ
যশোর থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা মেম্বারকে আটক করে ডিবি পুলিশ।
Rajnitisangbad Facebook Page

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল আলম মোল্লা মেম্বারকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর সেকেন্ড ইন কমান্ড।

মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের চাঁচড়া বাবলাতলার একটি মৎস্য হ্যাচারির ভেতর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তিনি ওই ইউনিয়নের দত্তগাতি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বোমা তৈরির ৯৬০ গ্রাম বিস্ফোরক জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ। সাইফুল তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, সাইফুল চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানউল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। তিনি যশোরের রাকিব, সুব্রত ও প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদর্শ নার্সারি থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরসহ মোবাইল ফোন ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

এমপি আনার হত্যার সময় সাইফুল ভারতে অবস্থান করেছিলেন বলে গোয়েন্দারা ধারণা করছেন। গত ১৯ মে তিনি ভারত থেকে যশোরে ফেরেন।

আরও পড়ুন: 

এমপি আনার হত্যা: ৮ দিনের রিমান্ডে তিন আসামি

৫০০০ টাকায় এমপি আনারের দেহ ৮০ টুকরো, কসাই জিহাদের লোমহর্ষক বর্ণনা

এমপি আনার ফ্ল্যাটে ঢুকলেন পায়ে হেঁটে, বের হলেন টুকরো টুকরো হয়ে

কান্নাজড়িত কণ্ঠে ডরিন বললেন, বাবার লাশের এক টুকরো মাংস চাই

এমপি আনার হত্যায় ভারতে কসাই গ্রেপ্তার

এমপি আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই-তিন মাস ধরে: ডিবি

৫ কোটি টাকার চুক্তিতে এমপি আনার খুন, নেপথ্যে…

 ইন্টারপোলের রেড নোটিশ ছিল এমপি আনারের বিরুদ্ধে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর