শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

সামান্য কমলো স্বর্ণের দাম


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২৪ ৪:১৮ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রেকর্ড দাম বাড়ানোর দুদিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিপ্রতি ৮৪০ টাকা কমেছে।

ফলে এই ক্যাটাগরির স্বর্ণের দাম পড়বে এখন প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কিছুটা কমেছে। তাই স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা ও ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ১৮ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৫ টাকা বাড়ানো হয়েছিল। এতে স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। এটা ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর