বুধবার, ১ মে, ২০২৪ | ১৮ বৈশাখ, ১৪৩১ | ২১ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম, ভরি প্রায় ১ লাখ ২০ হাজার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০২৪ ৮:১৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

১০ দিনের ব্যবধানে দেশের বাজারে রেকর্ড ভেঙ্গে লাফিয়ে বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম একলাফে ২ হাজার ৬৫ টাকা বাড়ানো হয়েছে।

ফলে এই ক্যাটাগরির স্বর্ণের দাম পড়বে এখন প্রতি ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। দেশের বাজারে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আজ রাত থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা ও ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভালো মানের স্বর্ণের দাম বাড়ানো হলেও কমানো হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। সনাতন পদ্ধতির স্বর্ণের নতুন দাম হবে ৭৮ হাজার ৮০২ টাকা, যা এতোদিন ছিল ৮০ হাজার ১৯০ টাকা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। এতে স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর