মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, জেনে নিন কোন পরীক্ষা কবে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২৪ ১১:০৮ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী, আগামী ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ১১ আগস্ট পর্যন্ত।

আজ মঙ্গলবার এই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

রুটিন অনুযায়ী, এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া আগামী ১২ আগস্ট থেকে ব্যবহারির পরীক্ষা শুরু হবে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, করোনার আগে ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হতো। কিন্তু করোনার কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

এদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে। ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। এই ফি জমা দেয়া যাবে সোনালী সেবার মাধ্যমে।

নিচে রুটিন দেখুন…

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, জেনে নিন কোন পরীক্ষা কবে

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, জেনে নিন কোন পরীক্ষা কবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর