রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

দুই বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়ায় বিএসএফ গুলি করে: পররাষ্ট্রমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২৪ ২:১৩ : অপরাহ্ণ

নওগাঁ ও লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দুই বাংলাদেশি ভারত সীমান্তে অবৈধভাবে ঢুকে পড়েছিল, তাই বিএসএফ গুলি করে। বিজিবি এর প্রতিবাদ জানিয়েছে, পতাকা বৈঠক হয়েছে।’

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আগেই বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে হত্যা বন্ধে অনুরোধ করা হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনায় এখনও কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন:

বিএসএফের গুলিতে আহত তরুণের মৃত্যু, স্বজনদের আহাজারি

বিএসএফের গুলিতে নওগাঁয় নিহত ১, লালমনিরহাটে আরেকজন গুলিবিদ্ধ

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যোগাযোগের মধ্যে আছি। আমাদের উদ্দেশ্য হলো, নাবিকদের অক্ষত (আনহার্ট) অবস্থায় উদ্ধার করা এবং একই সঙ্গে জাহাজটা উদ্ধার করা। শুধু এতটুকু বলতে চাই, আমরা অনেক দূর এগিয়েছি।’

জাহাজে খাবার সংকট প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘অতীতে যখন জাহাজ হাইজ্যাক হয়েছে কখনও খাবার সংকট হয়নি। তিন বছর ছিল, তখনও হয়নি। ১০০ দিন ছিল, তখনও হয়নি। আশা করি, এক্ষেত্রেও হবে না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর