মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

আরবের ৬ দেশে ভ্রমণ করা যাবে এক ভিসায়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৫৬ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ। নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা চালু করেছে দেশগুলোর জোট-গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।

একটি ভিসা দিয়েই জিসিসিভুক্ত ছয়টি দেশে ভ্রমণ করা সম্ভব হবে। এই সুবিধা দেশগুলোর নাগরিককে ভ্রমণসহ নানা ধরনের বাণিজ্যিক সুবিধাও নিশ্চিত করবে।

জিসিসিভুক্ত দেশগুলো হচ্ছে-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত ও কাতার।

গত বছরের ১১ নভেম্বর ওমানে অনুষ্ঠিত জিসিসি মন্ত্রীদের বৈঠকে এই ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

জিসিসিভুক্ত দেশগুলোর পাশাপাশি ভারতের সঙ্গেও উপসাগরীয় দেশগুলোর পর্যটন সম্পর্ক উন্নত হবে।

সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক বলেছেন, ইউনিফায়েড ভিসা হলো জিসিসির ২০৩০ লক্ষ্যমাত্রা পূরণের অন্যতম প্রধান উপাদান। এর মূল লক্ষ্য, ভ্রমণ খাতের বিস্তৃতি বাড়ানোর মাধ্যমে অর্থনীতির চাকা গতিশীল করা। নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটকের সংখ্যা ১২ কোটিতে উন্নীত করতে চায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর