রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:০৩ : অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।
কারাগারের প্রধান ফটকে নেতাকর্মীরা করতালি দিয়ে মির্জা ফখরুল ও আমীর খসরুকে বরণ করেন। নেতাকর্মীরা ফুলের পাঁপড়ি ছিটিয়ে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার সাথে’, ‘আমির খসরু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে’, মহাসচিবের মুক্তি আন্দোলনের শক্তি, খসরু ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি’, ‘জিয়া, খালেদা, তারেক জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
কারাফটকের সামনে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের জনগণ সব সময় গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। ইনআশাল্লাহ, এই সংগ্রামে তারা জয়ী হবে।’
নেতাকর্মীদের হাত তুলে অভিবাদন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র ফেরানো চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’
পরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ওরা (সরকার) রাষ্ট্র শক্তিকে কবজা করে ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে। তারা নির্বাচনে নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। আমরা বলতে চাই, গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যদি দেশে গণতন্ত্র ফেরত না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে।’
এর আগে গতকাল বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল ও আমীর খসরুকে জামিন দিয়েছেন আদালত।
গত ২৮ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর গত ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়। আটকের পর মির্জা ফখরুল বিরুদ্ধে ১১ মামলা ও আমীর খসরুর বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়।