শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

মিয়ানমারের আরও ৬৩ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিলেন বাংলাদেশে


বিজিপি সদস্যদের ঘিরে রেখেছেন বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিনিধি, টেকনাফ প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:২৮ : অপরাহ্ণ

জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৬৩ সদস্য। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার জান্তা বাহিনীর সদস্য দাঁড়িয়েছে ৩২৭ জনে।

আজ বুধবার দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের উত্তর কোনাপাড়া সীমান্ত দিয়ে অস্ত্র-শস্ত্রসহ ৬৩ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নেয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

পালিয়ে আসা বিজিপি সদস্যদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তে সঙ্কট, ক্রসফায়ারের মধ্যে বাংলাদেশ

এদিকে আজ বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে।

তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে, মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন:

প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছেন মিয়ানমারের সীমান্তরক্ষীরা

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বান্দরবানে নিহত ২

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর