শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

প্রশ্ন গয়েশ্বরের

মিয়ানমারের সীমান্তরক্ষীদের ঢুকতে দেওয়া সরকারের ষড়যন্ত্র কিনা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:০৪ : অপরাহ্ণ
আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
Rajnitisangbad Facebook Page

মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেওয়া নতুন কোনো ষড়যন্ত্র কিনা-এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে সরকার নানা সময় যৌথভাবে অপচেষ্টা চালিয়েছে। তাই মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেওয়া নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়।

মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার বিষয়ে গয়েশ্বর রায় বলেন, ‘একদিকে ভারতের সীমান্তে হত্যা অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারে। বাংলাদেশের চলমান পরিস্থিতি এমন অসহনীয় থাকলে দেশের অর্থনৈতিক, কূটনীতিকসহ সকল খাতে বিপর্যয় হবে। এর দায় সরকারকে নিতে হবে।’

ব্যর্থতা দূরে রাখতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কিনা-এমন প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শুধু ক্ষমতায় থাকতে বারবার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ।’

বিএনপি আন্দোলন থেকে সরে এসেছে কিনা-এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর রায় বলেন, ‘আন্দোলনের গতিবিধি এক থাকে না। বিভিন্ন সময় আন্দোলনের গতিপ্রকৃতি পরিবর্তন হয়। বিএনপির আন্দোলন চলমান আছে, আন্দোলনের গতি প্রকৃতি শিগগিরই আরো স্পষ্ট হবে।’

আরও পড়ুন: 

মিয়ানমারের আরও ৬৩ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিলো বাংলাদেশে

মিয়ানমার সীমান্তে সঙ্কট, ক্রসফায়ারের মধ্যে বাংলাদেশ

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর