রাজনীতি সংবাদ প্রতিনিধি, বান্দরবান প্রকাশের সময় :৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:২৩ : অপরাহ্ণ
মিয়ানমার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় দুটি মর্টার শেল ও একাধিক গুলি এসে পড়েছে। এতে দুজন বাংলাদেশি আহত হয়েছেন।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম প্রবীর ধর (৫৮)। তিনি তমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ধরের ছেলে।
এর আগে শনিবার দুপুরে একটি গুলি এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি সিএনজি অটোরিকশায়। তবে সেসময় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: মিয়ানমার থেকে গুলি এসে পড়লো বান্দরবানে, ভাঙলো অটোরিকশার কাচ
গত কয়েক দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি সেনা ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে।এতে ব্যবহার করা হচ্ছে উচ্চক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও বিস্ফোরক। এসব গোলাবারুদ আর বিস্ফোরকের বিকট শব্দে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের সীমান্ত এলাকা এখন উত্তপ্ত হয়ে উঠেছে।
কখনো গুলির খোসা আবার কখনো মর্টার শেলের খোসা এসে পড়ছে শূন্যরেখার ওপর। এতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী তুমব্রু, বাইশফাড়ি, ভাজাবনিয়া সীমান্ত পয়েন্টে এখন চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ অবস্থায় তুমব্রু সীমান্তের এপারের দুই গ্রামের প্রায় ৩ হাজার মানুষ অন্যত্রে আশ্রয় নিয়েছে।
নিরাপত্তাহীনতার কারণে নিজেদের চাষাবাদের জমিতে যেতে পারছেন না অনেক কৃষক। আবার উৎপাদিত ফসল জমি থেকে তুলতে না পারায় ক্ষেতেই চাষাবাদ করা বিভিন্ন ধরনের ফল-ফলাদি নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্তে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি। কোনোভাবে নতুন করে কোনো অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না।’