শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

মিয়ানমার থেকে গুলি এসে পড়লো বান্দরবানে, ভাঙলো অটোরিকশার কাচ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:২১ : অপরাহ্ণ
মিয়ানমার থেকে আসা গুলিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের কাঁচ ভেঙে গেছে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি সেনা ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের সীমান্তচৌকি এলাকায় থেমে থেমে দুপক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে।

সীমান্তের ওপার থেকে বান্দরবানে গুলি এসে লেগেছে একটি সিএনজিচালিত অটোরিকশায়। এতে অটোরিকশাটির সামনের কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

আজ শনিবার বিকেল আড়াইটার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

দুই দিন নীরব থাকার পর আজ নতুন করে সীমান্ত এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

অটোরিকশাটির চালক মো. আবু তাহের জানান, তুমব্রু উত্তর পাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সে সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশায় গুলি লেগে সামনের কাচ ভেঙে যায়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলম জানান বিকেল থেকে আবারও মিয়ানমার সীমান্তের দিক থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির এসআই মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, এমনিতেই ওপার থেকে গুলির শব্দ শোনা যায়। কোখনো থেমে থেমে আবার কখনো লাগাতার।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর