বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করুন, আমেরিকাকে ওবায়দুল কাদের


আজ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ জানুয়ারি, ২০২৪ ২:০৪ : অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচন নিয়ে দেশটি পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কারচুপির অভিযোগ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের উপদেশ দেয়। সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করুন, তারপর উপদেশ!’

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ শীতবস্ত্র বিতরণ করে।

জাতিসংঘ বিরোধী দলের ২৫ হাজার নেতাকর্মীকে মুক্তির আহ্বান জানানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘকে দিয়েও তারা বলাচ্ছে ২৫ হাজার জেলে আছে। লবিং ভালোই করে। লবিংয়ের ওস্তাদ এ দল (বিএনপি)। আমাদের জেলে এতো লোক নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন, ১১ থেকে ১২ হাজার বিএনপির অভিযুক্ত নেতাকর্মী জেলে আছে।’

আরও পড়ুন: বিরোধী দলের ২৫ হাজার নেতাকর্মীকে মুক্তির আহ্বান জাতিসংঘের

সুনির্দিষ্ট অভিযোগের মামলায় বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কোন দেশে অপরাধ করে শাস্তি হবে না? আমেরিকার কথায় আমরা ছেড়ে দেবো? এটা কোন কথা? তাহলে ট্রাম্পের (ডোনাল্ড ট্রাম্প) বিচার কেন হচ্ছে? ৯১টি অভিযোগে ট্রাম্পের বিচার হচ্ছে আমেরিকার আদালতে। যে দেশের প্রেসিডেন্ট আজকে শাস্তি পাচ্ছে। প্রেসিডেন্টের আদালতে দাঁড়ানোও শাস্তি। সেই দেশ আমাদেরকে কীভাবে বলে অপরাধীদের ছেড়ে দিতে হবে।’

নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি যে ভুল করেছে অচিরেই তা টের পাবে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে অচিরেই তা টের পাবে। তাদের কর্মসূচি এখন কালো পতাকা মিছিল। এটা হচ্ছে শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা (বিএনপি) পরাজয় বরণ করেছি। সেই জন্য আমরা আজকে শোকের কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি।’

আরও পড়ুন: শনিবার রাজধানীতে কালো পতাকা মিছিল বের করবে বিএনপি

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে এখন বিএনপি হচ্ছে ডামি দল। আর কোনো ডামি দলের দরকার নেই। ওরা ডামি হয়ে গেছে, শোকে পাথর হয়ে গেছে! নেতা কর্মীদের ঘুম নেই। সব আশা হারিয়ে ফেলেছে, সব হতাশায়! ওরা আন্দোলন করবে? সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদেরকে নিজেরাই ভুয়া করে ফেলেছে। বিএনপির এই মুহূর্তে কোনো আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসানীতিও নেই, ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়, এই হলো বিএনপি।’

বিএনপির আন্দোলন কর্মসূচিতে সহিংসতা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারের বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নিসন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে। এ সব ব্যাপারে কোনো ছাড় নেই। অনেক ভোগান্তি এ দেশে হয়েছে। আন্দোলনের নামে মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। আর এসব অপকর্ম করলে তার শাস্তি পেতেই হবে। কঠোরভাবে দমন করব, এটাই সিদ্ধান্ত আমাদের। আপনারা যত আন্দোলন করুন, আমাদের শান্তি ও গণতন্ত্র সমাবেশ অব্যাহত থাকবে।’

আরও পড়ুন: বাংলাদেশের সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর