শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

শামীম ওসমানকে আল্টিমেটাম দিলেন মেয়র আইভী


রাজনীতি সংবাদ প্রতিনিধি, নারায়ণগঞ্জ প্রকাশের সময় :২৬ জানুয়ারি, ২০২৪ ১০:৪৭ : পূর্বাহ্ণ
সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভী।
Rajnitisangbad Facebook Page

নারায়ণগঞ্জ নগরীর ফুটপাত হকারদের দখলে রাখা নিয়ে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে আল্টিমেটাম দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

মেয়র আইভী বলেন, ‘২০ বছরে নগরীর মানুষ জানে আমি কী এবং কেমন, আমি চাইলেই কী করতে পারি। আপাতত আমি স্টপ থাকবো। নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করবো, শহরের হকারদের ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই (শামীম ওসমান) হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তা হলে আমি যখন রাস্তায় নামবো, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নগরভবনের সামনে থেকে প্লাস্টিক ও পলিথিনবিরোধী গণসচেতনতামূলক র্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নগরীর দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। হাজার বলেও দখল উচ্ছেদ করতে পারিনি। কেন পারিনি তা জানেন। আমার ফুটপাত হকারের দখলে। মানুষ ফুটপাত দিয়ে হাঁটতে পারে না। আপাতত আমি স্টপ থাকবো। অপেক্ষায় থাকবো আপনাদের জন্য। আপনাদের নিয়েই আমি কাজ করতে চাই।’

মেয়র বলেন, ‘২০১৮ সালে হয়তো মরেই যেতাম, আজ আপনারা মৃত্যুবার্ষিকী পালন করতেন। শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসলম্যানদের। কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে।’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমার এখন ইচ্ছে করে ফুটপাত থেকে পলিথিনগুলো হকারদের সামনে থেকে কুড়িয়ে নিয়ে আসি। ওরা যে ফুটপাতে বিক্রি করে ওখানে কেন একটা ব্যাগ রাখে না? ওই ব্যাগের মধ্যেই তো পলিথিন রাখতে পারে। আমাদের জনপ্রতিনিধির নির্দেশেই তারা বসেছে। আমি ওই জনপ্রতিনিধিকে অনুরোধ করবো, ভাই বহুত হইছে। এখন সব কিছু বাদ দিয়ে আসেন শহর ঠিক করি, শহরের মানুষের কল্যাণে কাজ করি।’

আরও পড়ুন: গডফাদার তার ৩০ বছরের উপাধি, শামীম ওসমানকে জবাব দিলেন আইভী

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর