সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

আগামী সপ্তাহে শুরু হচ্ছে বাণিজ্য মেলা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২৪ ১০:০২ : পূর্বাহ্ণ
রাজধানীর পূর্বাচলে আগামী সপ্তাহে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার সংসদ নির্বাচনের কারণে নতুন বছরের প্রথম দিন মেলা শুরু হয়নি। আগামী ২০ কিংবা ২১ জানুয়ারি মেলা শুরু হতে পারে।

ইতোমধ্যে মেলার অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে আয়োজক কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। অনুমোদন সাপেক্ষে সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই শুরু হচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতিবছর ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়।

দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে শহরের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

গত বছর দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন মেলায় অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১০টি দেশের ব্যবসায়ীরা মেলায় পণ্য প্রদর্শন করেন।

১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। অবশ্য মহামারি করোনার কারণে ২০২১ সালে এ মেলা অনুষ্ঠিত হয়নি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর