রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ জানুয়ারি, ২০২৪ ৯:৪৭ : অপরাহ্ণ
মানিকগঞ্জ-২ আসনের পরাজিত নৌকার প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম নির্বাচনে কারচুপির অভিযোগ করে বলেছেন, ‘ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর লোকজন অনিয়মে জড়িত ছিলেন। মৃত ও প্রবাসীদের ভোটও দেওয়া হয়েছে। এই অস্বাভাবিক ভোটের কাছে পরাজিত হতে হয়েছে।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্বভাকুম এলাকায় নিজের বাড়ির উঠানে আয়োজিত এক কর্মিসভায় তিনি এ অভিযোগ করেন।
মমতাজ বলেন, ‘আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু কালো টাকা ছড়িয়ে বিএনপি-জামাতের ভোট কিনে এমপি হয়েছেন। নির্বাচনের রাত থেকে তার লোকজন আমাদের অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে।’
আরও পড়ুন: বাংলাদেশের সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা কোনো সংঘাত, অন্যায়-অত্যাচার মেনে নেবো না। এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন।
আরও পড়ুন:
প্রশাসনের সরাসরি সহায়তায় ভোট কারচুপি হয়েছে: ইনু
সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেই জিতেছে: জি এম কাদের
আগেই ব্যালটে সিল মেরে বাক্স ভরে রেখেছিল: তৈমুর