রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

সংসদে বিরোধী দল কে হবে, যা বললেন ওবায়দুল কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৪ ৪:০৭ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে জাতীয় সংসদে বিরোধী দল কে হবে-সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রেজাল্ট অফিশিয়ালি ঘোষণার পর বিরোধী দল কারা সে বিষয়ে জানা যাবে। অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, ১৪ দলেরও দুজনের মতো জিতেছেন।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে গঠিত মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিরোধী দল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যিনি হাউস অব দ্য লিডার হবেন তিনি সিদ্ধান্ত নেবেন। নতুন প্রধানমন্ত্রী, নতুন লিডার অব দ্য হাউস পরিস্থিতির বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন: সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেই জিতেছে: জি এম কাদের

কাদের নিয়ে বিরোধী দল করা হবে-এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্ধতিটা আমি কেন আপনাকে বলবো? এটা নতুন সরকার বসুক। সংশ্লিষ্ট যাঁরা আছেন তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সরকার গঠন করে তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন। তিনি প্রমাণ করেছেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। একটা নির্বাচিত সরকার আরেকটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবো।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। ব্যালটে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের জন্য আগামী পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই বিএনপির।’

আরও পড়ুন: ভোট প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিলো বিএনপি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর