রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

ভোটকেন্দ্রে নৌকা ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট দেখতে পাননি সিইসি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৭ জানুয়ারি, ২০২৪ ১:০৭ : অপরাহ্ণ
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
Rajnitisangbad Facebook Page

ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখতে পাননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘আমি যেগুলো পেয়েছি সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিং এজেন্ট। বাদবাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে সকালে রাজধানীর হাবীব উল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন সিইসি। ভোট দিয়ে নির্বাচন ভবনে ফিরে আইনশৃঙ্খলাবিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

হাবিবুল আউয়াল বলেন, ‘ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে। ভোটার উপস্থিতি আশা করি আরও বাড়বে। প্রতিটা সেন্টারে আমি খোঁজ নিয়েছি। ভোট হয়েছে অল্প অল্প। কোথাও ২৫টি, কোথাও ৪০টি।’

হরতাল ও সহিংসতার কারণে ভোটে প্রভাব পড়বে কি না-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা আমি বলতে পারছি না। নির্বাচন কমিশন শুধু ভোটটা ম্যানেজ করছে। ভোটাররা কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না।’

ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট না থাকার কথা তুলে ধরে হাবিবুল আউয়াল বলেন, ‘আসলে মনে হচ্ছে, প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ প্রার্থী যারা, তাদের পোলিং এজেন্টে দেওয়ার সামর্থ্য নেই।…আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে কেন্দ্রে অবশ্যই প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো পেয়েছি, সবাই একই দলের। নৌকার পক্ষে বা ইয়ে.. পোলিংএজেন্ট। বাদ বাকি প্রার্থীদের কোনো লোকজন দেখতে পাইনি।’

আরও পড়ুন: আমাদের কাজ ভোট আয়োজন করা, কে আসবে না আসবে জানি না: সিইসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর