দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুকে ঠেকাতে মিশনে নেমেছিলেন ‘ষড়যন্ত্রের মিশনে’ নেমেছিলেন নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন প্রভাবশালী সদস্য। কিন্তু সেই ‘ষড়যন্ত্রের মিশন’ ব্যর্থ করে নৌকা নিয়ে তীরে ভিড়েছেন মহিউদ্দিন বাচ্চু।
স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলমকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে পরাস্ত করে বিজয় ছিনিয়ে এনেছেন দাপুটে নেতা মহিউদ্দিন বাচ্চু।
আজ রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫৯ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট। এছাড়া কেটলি প্রতীকে ফরিদ মাহমুদ পেয়েছেন ২ হাজার ৩৮ ভোট।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ২১১। ভোট দিয়েছেন ১ লাখ ২ হাজার ৭৪৯ জন। ভোটের হার ২১ দশমিক ১৫ শতাংশ।
আরও পড়ুন:
চট্টগ্রামে ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি, পিস্তল হাতে কে এই যুবক
স্বতন্ত্র প্রার্থী সুমনকে হারাতে ঘাম ঝরলো লতিফের
মহিউদ্দিন বাচ্চুকে ঠেকানোর মিশনে নগর আওয়ামী লীগ নেতা!