শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

রাজধানীতে বিএনপির লাঠি মিছিল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০২৪ ৯:৩৩ : পূর্বাহ্ণ
আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লাঠি মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীতে লাঠি মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই মিছিল করেন তারা। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় ‘অবৈধ নির্বাচন মানি না মানব না‘, ‘ডামি নির্বাচন মানি না মানব না‘, ‘একতরফা নির্বাচন মানি না মানব না‘, ‘ভোট চোর, ভোট চোর, আওয়ামী লীগ ভোট চোর‘ স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলটি কাওরানবাজার মেট্রো স্টেশন থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী।

এই বিএনপি নেতা বলেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না।

তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর