রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ ডিসেম্বর, ২০২৩ ১১:১৬ : পূর্বাহ্ণ
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফর করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার এই সফর নিয়ে নানা গুঞ্জন ওঠেছিল। এবার পিটার হাসের ভারত সফরের বিষয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
আজ শনিবার দিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছি। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের ভারত সফর নিয়ে মিডিয়া রিপোর্ট দেখেছি। এটি একটি ব্যক্তিগত সফর হতে পারে। কিন্তু আমি এ সম্পর্কে বিস্তারিত জানি না। তাই, আমার কাছে এই মুহূর্তে বলার কিছু নেই।’
অরিন্দম বাগচি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে বলেন, ‘নির্বাচন বাংলাদেশের একটি অভ্যন্তরীণ বিষয় এবং আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’
এর আগে ২২ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ ভারত সফরে গিয়েছিলেন। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইট নং ইউকে-১৮৪ যোগে রাষ্ট্রদূত মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরে তার স্ত্রীও ছিলেন।
আরও পড়ুন: হঠাৎ ভারত সফরে গেলেন পিটার হাস