বুধবার, ৮ মে, ২০২৪ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কোন বোর্ডে কত


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ নভেম্বর, ২০২৩ ২:৩৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও দেশের ভিন্ন ভিন্ন শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এ ভিন্নতা দেখা গেছে।

পাসের হারে সবার ওপরে বরিশাল বোর্ড। আর সবচেয়ে পিছিয়ে যশোর বোর্ড।

সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড। আর সবচেয়ে কম পেয়েছে সিলেট বোর্ড।

আজ রোববার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে পাসের হার ৭৫.৯%। গত বছর পাশের হার ছিল ৮৪.৩১% শতাংশ। ফলে এবার পাসের হার ৮. ৪১% শতাংশ কমেছে।

এবার পাসের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০.৫৭%। আর ছাত্রদের পাসের হার ৭৬.৭৬%।

এবার সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৩৬৫ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন।

কোন বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কত

বরিশালে পাশের ৮০.৬৫%, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৯৩ জন।

ঢাকা বোর্ডে পাসের হার ৭৯.৪৪%, জিপিএ-৫ পেয়েছে ৩১ হাজার ৭৫২ জন।

রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮.৪৫%, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার পাসের হার ৭.৩৪%, জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫৫ জন।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৩.৮১%, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৩৯ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৭৩.৭%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৯৯ জন।

যশোর বোর্ডে পাসের হার ৬৯.৮৮%, জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১২২ জন।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭০.% ৪৪। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৪৪ জন।

দিনাজপুর বোর্ডে বোর্ডে পাসের হার ৭০.৪৪%। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৫ জন।

উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন:

এইচএসসিতে কমেছে পাশের হার, অর্ধেকে নেমেছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে সহজে জানা যাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর