রবিবার, ৫ মে, ২০২৪ | ২২ বৈশাখ, ১৪৩১ | ২৫ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

এইচএসসিতে কমেছে পাশের হার, অর্ধেকে নেমেছে জিপিএ-৫


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ নভেম্বর, ২০২৩ ১১:৩১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

চলতি বছরের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন।

এরপর শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

গত বছর মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৪ দশমিক ৩১ শতাংশ। ফলে এবার পাসের হার ৮ দশমিক ৪১ শতাংশ কমেছে।

এবার সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন।

গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। যাদের মধ্যে বিজ্ঞানের ২ লাখ ৫৫ হাজার ৫১২ জন, মানবিকের ৬ লাখ ৪০ হাজার ৮৭৬ জন এবং ব্যবসায় শিক্ষার ২ লাখ ১২ হাজার ২০৬ জন।

এদিকে মাদ্রাসা বোর্ডে পাশের হার হলো ৯০ দশমিক ৭৫ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে মাদ্রাসায় পাসের হার ১ দশমিক ৮১ শতাংশ কমেছে।

মাদ্রাসা বোর্ড থেকে ৯৮ হাজার ৩১ জন পরীক্ষায় অংশ নিয়েছিলো।

কারিগরি বোর্ডে পাশের হার হলো ৯১ দশমিক ২৫ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯১ দশমিক ০২ শতাংশ।

কারিগরি বোর্ড থেকে এবার ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষায় অংশ নিয়েছিলো।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যেভাবে সহজে জানা যাবে

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর