রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২৩ ১২:৩১ : অপরাহ্ণ
বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে আসেন, কার কত দৌড় আমরা সেটা দেখি। জনগণ কাকে চায়, সেটা আমরা যাচাই করে দেখি।’
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থী চূড়ান্ত করতে এই মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
বিএনপিকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তারা নির্বাচনে আসবে না। নির্বাচনে আসার মতো তাদের আস্থা-বিশ্বাস নেই। একটা দলের মাথা কোথায়? বিএনপি কি বাংলাদেশে একজন নেতাও পেলো না, যাকে তারা দলের চেয়ারম্যান করতে পারে?’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দল যখন আছে, আর কিছু না হোক, নির্বাচনের নমিনেশন বিক্রি করা, এটাও তো একটা ব্যবসা তাদের (বিএনপি)। এর আগে সে ব্যবসাই তারা করেছে। হয়তো সে ব্যবসা করতে পারে। সে জন্য দলটি নির্বাচনে আসুক।’
ইতিমধ্যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে, তাদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে, সন্দেহ নেই। আমাদের জনগণের ভোট চুরি করা লাগবে না। জনগণের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে।’
প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, ‘নির্বাচন বানচাল করার চেষ্টা কেউ করবেন না। করলে সেটা ভালো হবে না। পরিণতিও ভালো হবে না, এটাও বাস্তবতা।’