সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

রাজধানীতে বিএনপি, জামায়াত ও এলডিপির পিকেটিং


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২৩ ১:০৪ : অপরাহ্ণ
আজ সকালে রাজধানীর ফকিরাপুলে পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও পিকেটিং করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত রাজধানীর ফকিরাপুল এলাকায় পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়ার পর এখন গায়েবি সাজা দেওয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি, গুম হওয়া ব্যক্তিদেরও সাজা দেওয়া হচ্ছে। এতে আবারও প্রমাণিত হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া সাজা চক্রান্তমূলক এবং এ সরকারের নির্দেশেই দেওয়া হচ্ছে। কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।

এদিকে অবরোধের সমর্থনে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ সকালে রাজধানীতে বিভিন্ন স্থানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়।

রাজধানীতে বিএনপি, জামায়াত ও এলডিপির পিকেটিং

সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মিরপুর-১ নং চায়নিজ মোড়ে সড়ক আটকে মিছিল করেন নেতাকর্মীরা।

মিছিলে শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেছেন, ভোট চোর ও বাকশালীদের পতনের লক্ষ্যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসে সরকারকে লালকার্ড দেখিয়েছে। তারা এই ফ্যাসিবাদী ও মাফিয়া সরকারের পতন এবং কেয়ারটেকার সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে এলডিপিও।

রাজধানীতে বিএনপি, জামায়াত ও এলডিপির পিকেটিং

দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর