শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

গাজীপুরে পুলিশের গুলিতে আহত পোশাকশ্রমিকের মৃত্যু


পোশাকশ্রমিক মো. জামাল উদ্দিনের স্ত্রীর আহাজারি। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২৩ ১১:১১ : পূর্বাহ্ণ

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে আহত পোশাকশ্রমিক মো. জামাল উদ্দিন (৩৮) মারা গেছেন।

জালাল উদ্দিন ইসলাম গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন। তিনি স্ত্রী নার্গিস পারভিন ও একমাত্র মেয়েকে নিয়ে গাজীপুরের কোনাবাড়ী জরুন বাজার এলাকায় থাকতেন।

তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার ঘাসালি বাজার এলাকায়। তার বাবার নাম চান মিয়া।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জালাল উদ্দিনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে জালাল উদ্দিন নামে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হয়েছিলেন। গতরাতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ী জুরুন এলাকায় পুলিশের গুলিতে জামাল উদ্দিন নামে ইসলাম গ্রুপের ওই শ্রমিক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এছাড়া একই গার্মেন্টসের আঞ্জুয়ারা খাতুন নামে এক নারী শ্রমিক পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন: গাজীপুরে পুলিশের গুলিতে নারী পোশাক শ্রমিক নিহত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর