শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

বিএনপি সন্ত্রাসী সংগঠন, তাদের আমরা শিক্ষা দেবো: প্রধানমন্ত্রী


আজ বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০২৩ ৫:০২ : অপরাহ্ণ

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাসীদের কীভাবে শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটাই এখন আমাদের দেওয়া উচিত বলে মনে করি। সেই শিক্ষাটাই আমরা দেবো। কারণ এদের জন্য এ দেশ ধ্বংস হোক সেটা সহ্য করা যাবে না।’

আজ মঙ্গলবার বিকেলে গণভবনে বেলজিয়াম সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাসী কর্মকাণ্ড করে পালিয়ে গিয়ে এখন বিএনপি অবরোধের ডাক দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মাঝখানে তারা (বিএনপি) কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ড করছিল। আমাদের সরকার তাদের কোনো বাধাও দেয়নি। তাদের ওপর একটি শর্ত ছিল তারা যেন অগ্নিসন্ত্রাস-ভাঙচুর, এগুলো না করে। তারা যখন সুস্থ রাজনৈতিক কর্মসূচি করছিল, মানুষের আস্থা ও বিশ্বাসও ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ অক্টোবর বিএনপি যেসব ঘটনা ঘটালো (পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের ওপর হামলা) তাতে জনগনের ধিক্কার ছাড়া কিছুই জুটবে না। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের হাসপাতালে হামলা করেছে তার সঙ্গে বিএনপির হামলার কোনো তফাত দেখছি না।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এদের (বিএনপি) মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই। এদের সঙ্গে যতই ভালো ব্যবহার করি না কেন, এদের কখনোই স্বভাব বদলাবে না। সন্ত্রাস-জঙ্গিবাদে এরা বিশ্বাস করে। কারণ অস্ত্র নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে এদের জন্ম।’

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনের ব্যাপারে যেটা আমার ধারণা, এরা (বিএনপি) তো আসলে নির্বাচন চায় না। এরা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনকালীন কোনো সরকার গঠন হবে না। তফশিল ঘোষণার পর এ সরকারই নিয়মমাফিক তাদের কার্যক্রম চালিয়ে যাবে।’

সরকারপ্রধান বলেন, ‘কে চোখ রাঙালো, কে চোখ বাঁকালো তা পরোয়া করি না। নির্বাচন হবেই। কোনো সহিংসতা করে লাভ হবে না। ২০১৩ সালে পারে নাই, ২০১৮ সালেও পারেনি।’

আগামী নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এমন কোনো চাপ নেই যেটা শেখ হাসিনাকে দিতে পারে, এটা মাথায় রাখতে হবে। কে কি চাপ দিল, না দিল এটাতে কিছু আসে যায় না।’

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আহ্বানের বিষয়ে সরকারপ্রধান পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কার সঙ্গে সংলাপ? কীসের সংলাপ? যেভাবে পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল ওই খুনিদের সঙ্গে কিসের সংলাপ? তাদের দেশে (যুক্তরাষ্ট্র) বাইডেন সাহেব কি ট্রাম্প সাহেবের সঙ্গে ডায়ালগ (সংলাপ) করেন। যেদিন বাইডেন সাহেব ট্রাম্পের সঙ্গে সংলাপ করবেন, সেদিন আমরাও সংলাপ করবো।’

আরও পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক, কী আলোচনা হলো

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর