মঙ্গলবার, ৭ মে, ২০২৪ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

পিটার হাসের জন্য নৈশভোজের আয়োজন করা সেই ব্যবসায়ী গ্রেপ্তার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০২৩ ১২:০৭ : অপরাহ্ণ
সৈয়দ এম আলতাফ হোসাইন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের জন্য নৈশভোজের আয়োজন করা বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ এম আলতাফ হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি দেশের প্রতিষ্ঠিত বীমা কোম্পানী প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার গুলশানের বাসা থেকে তাকে পুরনো মামলার সন্দেহভাজন আসামি দেখিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

গুলশান থানার ওসি বি এম ফরমান আলী বলেন, সম্প্রতি হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিন মোল্লাহ বলেন, ২০২২ সালের ১৭ নভেম্বর হওয়া একটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন সৈয়দ আলতাফ হোসাইন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

তাকে গ্রেপ্তারের সঙ্গে নৈশভোজের সম্পর্ক নেই বলে দাবি করে এই পুলিশ কর্মকর্তা বলেন, তার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের মাথাব্যথা নেই। নৈশভোজের বিষয়টি একান্ত তাদের ব্যক্তিগত।

উল্লেখ্য গত ২৫ অক্টোবর বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ এম আলতাফ হোসাইন রাজধানীর গুলশানে তার বাসভবনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন। ওই নৈশভোজে বিএনপির বেশ কয়েকজন নেতা ও সরকারের একজন মন্ত্রীও অংশ নেন।

আরও পড়ুন:

বিএনপিপন্থি ব্যবসায়ীর বাসায় পিটার হাসের নৈশভোজ, আলোচনা-কৌতূহল

মির্জা ফখরুল আটক

বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর