শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

কাকরাইল রণক্ষেত্র, বিএনপির সঙ্গে আ.লীগ-পুলিশের সংঘর্ষ


আজ দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২৩ ১:৩২ : অপরাহ্ণ

রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। আর পুলিশ বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে। সেই সময় বিএনপি নেতা-কর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে সেখানে আগুন দেয়। অন্তত ৪০টিরও বেশি গ্রেনেডের শব্দ পাওয়া গেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে, কিছু মৎস্য ভবনের দিকে চলে যায়। পরে পুলিশ উল্টো দিক থেকেও টিয়ারশেল ছুড়তে ছুড়তে এগোয়।

এর আগে মগবাজারের দিক থেকে পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর