রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৩ ২:৫৬ : অপরাহ্ণ
২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েরর সামনে মহাসমাবেশের বিষয়ে অনড় বিএনপি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া চিঠির জবাবে দলটি বলেছে, ‘তারা নয়াপল্টনেই মহাসমাবেশ করবে। তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যু যাওয়া সম্ভব না।’
আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশকে এ কথা জানায় দলটি।
গত ২১ অক্টোবর ডিএমপি কমিশনারের কাছে নয়াপল্টনে মহাসমাবেশ করার বিষয়ে একটি চিঠি দেয় বিএনপি।
গতকাল বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে বিকল্প দুটি ভেন্যুর নামসহ সাতটি তথ্য চেয়েছিল পুলিশ।
পুলিশকে বিএনপি জানিয়েছে, সমাবেশে এক থেকে সোয়া লাখ লোক সমাগম হবে, দুপুর ২টায় শুরু হয়ে মাগরিবের আজানের সময় শেষ হবে, অন্য কোনো দলের নেতা থাকবে না-সহ সাতটি বিষয় জানিয়েছে। এছাড়া তারা বলেছে, ২৮ অক্টোবর শান্তিপূর্ণভাবে নয়াপল্টনের সামনে সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
গত ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির