মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই: সিইসি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৩ ১২:৩৪ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো কাঙ্খিত পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় দেশের সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

হাবিবুল আউয়াল বলেন, ‘সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি। নির্বাচনের জন্য প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনো হয়ে ওঠেনি।’

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি।’

হাবিবুল আউয়াল বলেন, ‘বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা সাড়া দেয়নি।’

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।’

কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ আরও অনেকে অংশ নেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর