রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ অক্টোবর, ২০২৩ ৮:০৭ : অপরাহ্ণ
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দল একটি বিবৃতি দিয়েছে, এতে সংলাপের কথা বলা হয়েছে। সেটার জবাব দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ‘বিএনপি শর্ত প্রত্যাহার করলে আমরা সংলাপে বসতে রাজি আছি।’ আমার প্রশ্ন, আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ? এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। আর সবার আগে আপনাকে (প্রধানমন্ত্রী) পদত্যাগ করতে হবে।’’
আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং অবৈধ সরকারের পদত্যাগের একদফা দাবিতে’ যুবদলের এ সমাবেশের আয়োজন করে।
আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পাঁচ পরামর্শ মার্কিন পর্যবেক্ষক দলের
যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই দলটি কিন্তু যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধি দল নয়। তারা যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির থিংক ট্যাঙ্ক। তাদের পাঠানো হয়েছে, বাংলাদেশে কোনো নির্বাচনের পরিস্থিতি আছে কিনা তা দেখতে? এটা দেখা এবং নির্বাচনকে পর্যবেক্ষণ করা জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বড় কোন টিম পাঠাবে কি না। এই ছিলো তাদের উদ্দেশ্য। তারা ৫ দিন বাংলাদেশের নির্বাচনের সঙ্গে যারা জড়িত রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, সম্পাদক, নির্বাচন কমিশন, সরকার এবং আমাদের সঙ্গেও কথা বলেছেন। তারা একটা বিবৃতি দিয়েছেন, এই বিবৃতিতে তারা ৫টি সুপারিশ করেছেন। এর মধ্যে প্রধান কথা হচ্ছে সংলাপের কথা।’
আরও পড়ুন: বিএনপি ৪ শর্ত প্রত্যাহার করলে সংলাপে বসতে পারে আ.লীগ: কাদের
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যে বলছেন, সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হতে হবে, তাহলে সবার আগে আপনাকে পদত্যাগ করতে হবে। কারণ আপনি অবৈধভাবে আছেন। সেই কারণে ভূতের মুখে রাম নাম শোভা পায় না। জনগণের সঙ্গে প্রতারণা করে জোর করে ক্ষমতায় বসে আছে। আমাদের কথা পরিস্কার, আগে পদত্যাগ করেন, সংসদকে বিলুপ্ত করেন, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন এবং একটি নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে নির্বাচনে আসেন।’
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।