মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

বিএনপি ৪ শর্ত প্রত্যাহার করলে সংলাপে বসতে পারে আ.লীগ: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৩ ৩:০৮ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের
Rajnitisangbad Facebook Page

বিএনপি ৪ শর্ত প্রত্যাহার করলে আওয়ামী লীগ সংলাপে বসতে পারে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেুত মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি চায় প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন কমিশন বাতিল করা এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। বিএনপি এ চারটি শর্ত প্রত্যাহার করে নিলে আমরা তখন সংলাপের চিন্তা করবো।’

শর্ত মেনে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ কোনো সংলাপ করবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। শর্তহীন সংলাপ করতে চাইলে আওয়ামী লীগ বিবেচনা করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বিএনপি কার সঙ্গে সংলাপ করবে? তারা এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপ খারিজ করে দিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে দুদফা তারা যাননি। এই প্রস্তাবগুলো নিয়ে তারা বিএনপির সঙ্গে কথা বলুক।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সংবিধানে সব আছে। সংবিধানে যেভাবে নির্বাচন বিধিবিধান আছে সেভাবে নির্বাচন হবে। কারও পরামর্শ বা নির্দেশমতো হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর