রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ অক্টোবর, ২০২৩ ১:০৫ : অপরাহ্ণ
আগামী ২০ অক্টোবর থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজায় হামলা হবে কিনা সে বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ‘২০২১ সালে দুর্গোৎসবে হামলার পর ২০২২ সালে হয়নি। এতে প্রমাণিত হয়, সরকার চাইলে দুর্গাপূজায় হামলা হবে, না চাইলে হবে না, এটাই বাস্তবতা।’
আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকারি দলের সংখ্যালঘু-বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশের প্রস্তুতি জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে রানা দাশগুপ্ত জানান, সরকারি দলের সংখ্যালঘু-বান্ধব নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবিতে আগামী ৪ অক্টোবর বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এটি ৬ অক্টোবর হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলনে আরও কর্মসূচি ঘোষণা করা হয়। এগুলো হলো-আগামী ৬ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি দলের প্রতিশ্রুতি অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আর ঢাকায় এই কর্মসূচি পালিত হবে জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিকেল ৪টায়।