রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১:১৫ : অপরাহ্ণ
ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও ময়মনসিংহ। আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহ শহর থেকে ২৯ কিলোমিটার দূরে ফুলপুর উপজেলায়।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৪ আগস্ট ঢাকাসহ এর আশেপাশের এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম অঙ্গরাজ্যের করিমগঞ্জ থেকে ১৮ দশমিক ২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
মন্তব্য করুন