সোমবার, ৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৩৬ : পূর্বাহ্ণ
গতরাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন লাগে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে যায় আগুন।

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট দীর্ঘ ৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহাজান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে। আগুন লাগার কিছুক্ষণ পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মার্কেটের ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রাজধানীর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু এর আগেই মার্কেটের অন্তত ৩০০ দোকান পুড়ে গেছে।

ব্যবসায়ীদের অভিযোগ-ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে ধীর গতির কারণে অন্তত ৩০০ দোকান পুড়ে গেছে। তারা সঠিকভাবে কাজ করতে না পারায় আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শুরু থেকেই ঘটনাস্থলে পানির সংকট দেখা দেয়। পানির গাড়ি দিয়ে ফায়ার সার্ভিসকে সাহায্য করে ঢাকা ওয়াসা, সেনাবাহিনী ও বিমানবাহিনী। পাশাপাশি দোকান থেকে মালামাল বের করে নিতে দোকানিদের সহায়তা করছে পুলিশ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর