শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

আ.লীগের পক্ষে ভোট চাওয়া সেই ডিসিকে বদলি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩২ : অপরাহ্ণ
গত ১১ সেপ্টেম্বর জামালপুরে এক অনুষ্ঠানে ডিসি ইমরান আহমেদ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানিয়েছিলেন।
Rajnitisangbad Facebook Page

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ায় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদকে প্রত্যাহার করা হয়েছে। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচাল (উপসচিব) শফিউর রহমানকে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর জামালপুরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ বলেন, ‘এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’

আরও পড়ুন: এবার নৌকায় ভোট চাইলেন জামালপুরের ডিসি, সমালোচনার ঝড়

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে।

জামালপুরের ডিসির বক্তব্যের বিষয়ে প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে।’

গত বুধবার নির্বাচন কমিশনে এক সভায় সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘জামালপুরের মতো ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না।’

আরও পড়ুন: জামালপুরের মতো ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর