শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নির্বাচন কমিশনকে সাখাওয়াত হোসেন

জামালপুরের মতো ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৫:০৪ : অপরাহ্ণ
জামালপুরের ডিসি ইমরান আহমেদ ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
Rajnitisangbad Facebook Page

জামালপুরের মতো ডিসিদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘‘জামালপুরের ডিসি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।’ এই খবর সব পেপারে দেখলাম। এদের দিয়ে বিশ্বাসযোগ্য নির্বাচনও হবে না।’’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক এই কর্মাশালায় তিনি এ মন্তব্য করেন।

এতে নির্বাচন নিয়ে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি সাবেক আমলা, সিনিয়র সাংবাদিকসহ ২৮ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘এসব ডিসিদের বিরুদ্ধে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, কী করবেন? কীভাবে কাজ করবেন? এক জেলায় চারজন রিটার্নিং কর্মকর্তা দিয়ে নির্বাচন করাতে পারবেন। একই ডিসিদের রিটার্নিং করাতে হবে বিষয়টি এমন নয়।’

গত ১১ সেপ্টেম্বর জামালপুরে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ বলেন, ‘এই সরকার যে উন্নয়ন করেছে সেটির ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে।

আরও পড়ুন: এবার নৌকায় ভোট চাইলেন জামালপুরের ডিসি, সমালোচনার ঝড়

গতকাল বিকেলে ডিসির এ বক্তব্যের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না। নির্বাচন নিয়ে ডিসি ভিডিওতে যা বলেছেন তা খতিয়ে দেখা হবে।’

নির্বাচন কমিশনকে হাত-পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে উল্লেখ করে সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘কয়েকদিন আগে মালদ্বীপে ভোট হয়েছে। বড় বড় অবজারভার সেখানে ছিল। ভোটে কখনো অভিযোগ হয়নি। আপনাদের আস্থা রাখা কঠিন। আপনাদের হাত-পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। আপনারা একা সিদ্ধান্ত নেবেন কোনো পলিটিক্যাল পার্টির কথা শুনবেন না। অতীত ভুলগুলো শুধরে নেবেন।’

আরও পড়ুন: আমরা কাপুরুষ নই যে সরকারের সঙ্গে আঁতাত করবো: সিইসি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর