রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৮ : অপরাহ্ণ
বাংলাদেশে নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান রুল্ফ জেনস্কির সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
আজ বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় বিকেল পাঁচটায়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।
জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শেরনীল কবির।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘আলোচনায় আগামী জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে সবার যেমন কনসার্ন তাদেরও কনসার্ন রয়েছে। নির্বাচনটা কিভাবে হতে যাচ্ছে-সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। তিনি কেমন চিকিৎসার সুযোগ-সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ-জার্মানির যে সার্বিক সহযোগিতাগুলো আছে সেগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেগুলো আলোচনা হয়েছে।’
আমীর খসরু বলেন, ‘তারা জানতে চেয়েছে-কীভাবে নির্বাচনটা আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ করা যায়। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর যে ধরনের কনসার্ন, তাদেরও বাংলাদেশের নির্বাচন নিয়ে একই ধরনের কনসার্ন রয়েছে। আমরা তাদের জানিয়েছি- শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য কিছু বয়ে আনবে না। আবার একটা ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এই নির্বাচন কিছুই না।’
নির্বাচন সুষ্ঠু করা নিয়ে জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কোনো পরামর্শ দিয়েছে কিনা-জানতে চাইলে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘একটি বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের, নিরপেক্ষ, অংশীদারিত্বমূলক নির্বাচন বাংলাদেশের জনগণ যেভাবে চায় তারাও সেভাবে চায়। তারা বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া বলে দেবে না। তারা যেটা চাচ্ছেন সেটা বলছেন। প্রক্রিয়াটা কী হবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করতে হবে।’
আমীর খসরু বলেন, ‘প্রক্রিয়া আমরা সেটা বারবার বলেছি- নিরপেক্ষ সরকার ব্যতীত বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, অংশীদারিত্বমূলক, আন্তর্জাতিক মানের নির্বাচন সম্ভব নয়।’