রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

মরক্কোতে লাশ আর লাশ, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো


ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মারাক্কেশ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৪০ : পূর্বাহ্ণ

মরক্কোতে শুধু লাশ আর লাশ। ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে একের পর এক লাশ। ক্ষতবিক্ষত লাশ। অঙ্গহানি হওয়া লাশ। কোনোটার হাত নেই। কোনোটার পা নেই। কারো মাথা থেঁতলে বিকৃত হয়ে গেছে। চেনার উপায় নেই। প্রতিক্ষণই এমন সব লাশ বেরিয়ে আসছে ধ্বংসস্তূপের নিচ থেকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গুরুতর আহত আরও প্রায় দেড় হাজার মানুষ। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ। ফলে নিহতের সংখ্যা তর তর করে বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মারাত্মক আহতের সংখ্যা কমপক্ষে ১৪০০। সবচেয়ে বেশি হতাহত হয়েছেন মারাকেশ শহরের ঠিক দক্ষিণে। এ অবস্থায় দেশটির ষষ্ঠ বাদশা মোহাম্মদ দেশজুড়ে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। আশ্রয়ের ব্যবস্থা, খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

বিগত একশ বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেননি দেশটির বাসিন্দারা। মাত্র ২০ সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি শহর। অনেকে ঘুমের মধ্যেই প্রাণ হারান।

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টার দিকে ভয়াবহ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮।

এ সময় প্রাণরক্ষায় অনেকে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। শনিবারও শত শত মানুষকে সড়কের পাশে বসে থাকতে দেখা গেছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে দেশটির আল হাউজ প্রদেশে। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন হাজার-হাজার মানুষ। এখনো বহু প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে পারেনি জরুরি বিভাগের সদস্যরা। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে দুর্যোগকবলিত এলাকাগুলোয়।

জাতিসংঘ বলেছে, তারা মরক্কো সরকারকে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত। এছাড়া স্পেন, ফ্রান্স এবং ইসরায়েলসহ বেশ কয়েকটি দেশ থেকে একই ধরনের প্রতিশ্রুতি এসেছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর