শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয়

একটি সেলফি, নানা আলোচনা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২৩ ১:১৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ক’মাস বাদেই দেশে জাতীয় নির্বাচন। রাজনীতি, নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, পর্যবেক্ষণ। এরই মাঝে নতুন এক আলোচনা। প্রসঙ্গ একটি সেলফি। যেটি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানান প্রশ্ন এই সেলফিকে ঘিরে।

তবে এটি শুধু সেলফিতেই আর সীমাবদ্ধ নেই। এ নিয়ে চলছে বিস্তর কথাবার্তা। ইতিমধ্যে এটি প্রবেশ করেছে দেশের রাজনীতিতেও। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রচার করছেন দেদার।

প্রচার হয়েছে গণমাধ্যমেও। ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেলফি তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সে সেলফিতে ছিলেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ।

ইতিমধ্যে এই সেলফি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতকাল শান্তি সমাবেশে বক্তব্যও রেখেছেন।

তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘এতদিন বিএনপি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। কী দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন। এই দৃশ্য দেখে বিএনপি’র এখন কী হবে? এখন তাদের কোন যাত্রা? পতনযাত্রা না, বিএনপি’র পশ্চাৎযাত্রা শুরু হয়েছে।’

তবে এখানেই থেমে থাকেনি সেলফি সমাচার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবার আগ্রহ প্রকাশ করেছেন এই সেলফি ঠিক কীভাবে উঠলো।

একটি ভিডিওতে দেখা গেছে, সেলফিটি কীভাবে তোলা হয়েছে সে বর্ণনা দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন-জো বাইডেনের কাছে গিয়ে বললাম, আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমার প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটু আলাপ করতে চান। বললেন যে, নিশ্চই..।

এর আগে ব্লিংকনকে আমি বলছি যে-আমি একটু জিজ্ঞেস করতে চাই। বলছেন যে, হ্যাঁ। জো-বাইডেনের সঙ্গে যখন আলাপ হয়। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে কী কাজ করছেন, সেগুলো বললেন। আর বললেন যে, ‘আমার তো একটাই লক্ষ্য মানুষের , দেশের মঙ্গল। কারণ আমার বাবা মা ভাইগুলোকে মেরে ফেলেছে। শুধু দেশটাই আমার পরিবার। আমি এই পবিরারের জন্য যা যা করার চেষ্টা করছি। আমি আমার দেশের কোনো লোক গৃহহীন থাকবে না সেই প্রচেষ্টায় হাত দিয়েছি। যথেষ্ট অগ্রসর হয়েছি। আমি আমার দেশের মানুষের অভাব অনটন দুর করে, তাদেরও একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই।’

তারপর ওনারা প্রায় ১৫ মিনিটের মতো আলাপ এবং মজার গল্প স্বল্প… ।

আমার বন্ধু, আমাদের মাননীয় উপদেষ্টা .. জিয়া উদ্দিন (অ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়া উদ্দিন), উনি ফোনটা বের করেছেন ছবি তোলার জন্য। তখন ওনি (বাইডেন) ফোনটা নিয়ে বললেন আমি সেলফি তুলি দিচ্ছি। জো-বাইডেন তখন ছবি তুললেন। তো আমি আর ব্লিংকন পাশে দাঁড়িয়ে ছিলাম। এবং দ্য হোল থিং ওয়াজ সো গুড …

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর