মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ২০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা জাতীয় পার্টি

বললেন জি এম কাদের

আমেরিকা কী ধরনের অ্যাকশনে যাবে, সেটা হবে বড় ফ্যাক্টর


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ আগস্ট, ২০২৩ ১:০৯ : অপরাহ্ণ
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে আমেরিকা কী ধরনের অ্যাকশনে যাবে, সেটা বড় ফ্যাক্টর হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, ‘আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব যদি নির্বাচনের আগে কোন অ্যাকশনে যায় বা কী ধরণের অ্যাকশনে যাবে তার উপর নির্ভর করবে, কোন দলের অবস্থান কোথায় কতটুকু যাবে।’

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব প্রসঙ্গে সংসদের বিরোধীদলীয় এই উপনেতা বলেন, ‘ভারত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। ভারতে আলোচনার জন্য অন্য দলগুলোও আমন্ত্রিত হতে পারে। জি-২০ মিটিংয়ের পর সম্ভব হলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে আলাপের জন্য হয়ত ডাকবে।’

আগামী নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কী হবে সে বিষয়ে জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিতে দুটা ধারা আছে। একটা পক্ষ মনে করে, নির্বাচনে গেলে জনগণের বিপক্ষে যাওয়া হবে। আরেকটা পক্ষ মনে করে, নির্বাচনে গিয়ে সংসদে যেতে হবে। মেজোরিটি যেটা মনে করবে সেটাই আমরা করবো।’

জাতীয় সরকারের প্রধান হবার যে গুঞ্জন আছে, সে বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘এগুলো গুজব হিসেবেই দেখছি। আমাকে এখনো কেউ কিছু বলেনি। এখনো জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত নাকি একক নির্বাচন এটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নাই। পরবর্তীতে এটি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

আরও পড়ুন: ভারত থেকে ফিরে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন জি এম কাদের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর