রাজনীতি সংবাদ প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :২৮ আগস্ট, ২০২৩ ৯:০১ : অপরাহ্ণ
৮ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমানের মা আনিছা সিদ্দিকা (৫৮) ।
আজ সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর সন্ধ্যায় আনিছা সিদ্দিকা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান।
এর আগে আদালতে দুই দফা আনিছা সিদ্দিকার জামিনের আবেদন করা হয়। কিন্তু জামিন দেয়নি আদালত।
যুদ্ধাপরাধের মামলায় বহুল আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আনিছা সিদ্দিকার ছেলে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমান।
তানজিলুর রহমান ফেসবুকে তিনি এই স্ট্যাটাস দেওয়ার পর গত ২০ আগস্ট খুলনায় গোপনে বৈঠকে ষড়যন্ত্রের অভিযোগে তার বৃদ্ধা মা আনিসা সিদ্দিকাসহ তিনজনকে গ্রেপ্তার করে নগরীর খালিশপুর থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
ছেলের ফেসবুক স্ট্যাটাসে মা গ্রেপ্তার-সংবাদ নিয়ে দেশে ও বিদেশে সমালোচনার ঝড় ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও আনিছা সিদ্দিকার মুক্তি দবি করেন।
আনিসা সিদ্দিকাকে গ্রেপ্তারের ঘটনায় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ঢাকায় মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে নিন্দা ও তার মুক্তির দাবি জানায়।
আরও পড়ুন: ফেসবুকে ছেলে পোস্ট দেওয়ায় মাকে গ্রেপ্তার, যা বললো মার্কিন দূতাবাস