বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা চট্ট-মেট্টো

সিএমপির আরও চার থানার ওসি বদল, নতুন দায়িত্বে ৭ পরিদর্শক


রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২৮ আগস্ট, ২০২৩ ১১:১৯ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) আরও চারটি থানার ওসি বদল হয়েছে। এ ছাড়া সাত পরিদর্শককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সাত সহকারী কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে এসব রদবদলের আদেশ জারি করা হয়।

বদলি হওয়া চার থানার ওসির মধ্যে রয়েছে-ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী ও ইপিজেড।

সিএমপি থেকে জানা যায়, ডবলমুরিং থানার ওসি মো. সাখাওয়াত হোসেনকে গোয়েন্দা পুলিশের পশ্চিম জোনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে নগর বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবি’তে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে হালিশহর থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিনকে।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়সার হামিদকে পাঠানো হয়েছে হালিশহরে।

ইপিজেড থানার ওসি আব্দুল করিমকেও বদলি করা হয়েছে সিটিএসবি’তে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোছাইনকে।

কোতোয়ালী পরিদর্শক (অপারেশন্স) আরমান হোসেনকে দেওয়া হয়েছে একই থানার তদন্তের দায়িত্ব। সিটিএসবি’র নুরুল বাশার দায়িত্ব পেয়েছেন কোতোয়ালীর অপারেশন্সে।

ক্রাইম শাখার পরিদর্শক আল মামুনকে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) ও গোয়েন্দা বিভাগের পশ্চিম জোনের শহিদুর রহমানকে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।

এর আগে গত ২০ আগস্ট পাঁচলাইশ ও খুলশী থানার ওসি পরিবর্তন করা হয়েছিল।

আরও পড়ুন: সিএমপির পাচঁলাইশ থানার ওসি নাজিমকে বদলি, স্থলাভিষিক্ত হলেন সন্তোষ

এদিকে ৩৮তম বিসিএসের পাঁচ সহকারী কমিশনারসহ সাত সহকারী কমিশনারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

পদায়ন হওয়া সহকারী কমিশনাররা হলেন-সব্যসাচী মজুমদারকে পুলিশ কমিশনারের স্টাফ অফিসার, শরীফুল আলম চৌধুরী সুজনকে সদর দপ্তরে, নূরে আলম মাহমুদকে অপরাধ শাখায়, মারেফুল করিমকে সহকারী কমিশনার (ফোর্স), মাহমুদুল হাসানকে ট্রাফিক দক্ষিণ জোনে পদায়ন করা হয়েছে।

এছাড়া আবু জাফরকে রিজার্ভ অফিসে এবং রিজার্ভ অফিসের মো. জাহাঙ্গীরকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) বদলি করা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর