সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

সরকারের প্রতি আহ্বান ড. মঈন খানের

স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে কোনো লজ্জা নেই


আজ সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২৩ ৩:৩৯ : অপরাহ্ণ

সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আপনারা জনগণের প্রতি সম্মান প্রদর্শন করুন। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন। এতে কোনো লজ্জা নেই।’

আজ শনিবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাগরিক কণ্ঠ বাংলাদেশ নামের একটি সংগঠন ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে।

মঈন খান বলেন, ‘বর্তমান সরকার বিদেশে গণতন্ত্রের কথা বলে। মুখে গণতন্ত্র প্রচার করে। তারা বলে বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে এদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। কিন্তু বিপজ্জনক হচ্ছে তারা মুখে বলে এটা কিন্তু কাজে করে সম্পূর্ণ উল্টোটা।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সরকার গত ১৪ বছর ধরে সারাবিশ্বে মিথ্যাচার প্রচার করে বাংলাদেশকে গণতন্ত্রগামী দেশ হিসেবে একটা ফানুস তৈরি করেছিল। আজকে সেই ফানুসটি ফুটে গিয়েছে। আজকে শুধু শুধু আমেরিকা-ইউরোপ নয়, পৃথিবীতে যে সকল প্রতিষ্ঠান আছে, যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, বাংলাদেশে আর যাই থাকুক না কেন গণতন্ত্রের লেশমাত্র নেই।’

মঈন খান বলেন, ‘আজকের আমরা যে আন্দোলন করছি এটা শুধু বিএনপি’র আন্দোলন নয়। এটা বাংলাদেশের মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা সৎ রাজনীতিতে বিশ্বাসী সে সকল মানুষের জন্য আমরা আন্দোলন করছি। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব সম্পূর্ণ শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমরা সহিংসতায় বিশ্বাস করি না, আমরা লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করি না। আজকের সরকার শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা ছেড়ে দিক এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর