সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায়: কাদের


রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৫ আগস্ট, ২০২৩ ৭:৩৩ : অপরাহ্ণ

দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যেখানে দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে চায়, সেখানে তাকে নামানোর (ক্ষমতাচ্যুত) দিবাস্বপ্ন দেখছে বিএনপি। মানুষ যাকে ভালবাসে তাকে বিএনপি ক্ষমতা থেকে বিদায় দেবে কী করে?’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

বিএনপির কালো পতাকা মিছিলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘টেলিভিশনের স্ক্রলে ও পত্রিকার হেডলাইনে দেখলাম বিএনপি কালো পতাকা মিছিল করছে। তাদের কে মারা গেছে? কালো পতাকা মিছিল তো শোকের মিছিল। আমরা আগস্টে শোকের মিছিল করি। বিএনপির আন্দোলনের বারোটা বেজে গেছে, তাই নেতারা অজান্তে শোকের মিছিল করছে। আন্দোলনের রং তো লাল। লাল-সবুজ বাংলাদেশের জাতীয় পতাকা।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের গলার জোর কমে গেছে। মিছিলে শক্তি নেই, তাদের আন্দোলনের মরা গাঙ্গের ঢেউ আসে না। বিএনপির আন্দোলন এখন ভাঙা হাট। ভাঙা হাটে কেউ আসে না। বিএনপির আন্দোলন গোলাপবাগের গরুর হাটে ধ্বংস হয়েছে। সমাবেশের নামে পিকনিক পার্টি করে বিএনপি। তাদের আন্দোলনের বারোটা বেজেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মিছিল কাকে বলে, এবার বিএনপিকে আওয়ামী লীগ সেটা দেখাবে। আওয়ামী লীগের মিছিল মানে জনগণের ঢল। আগামী ১ সেপ্টেম্বর লাখ লাখ তরুণদের সমাবেশ করবে আওয়ামী লীগ। শোকের কালো পতাকা নয, বিজয়ের পতাকা হাতে লাখো তরুণদের মিছিল দেখাবে আওয়ামী লীগ।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খান প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর