রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২৩ ৬:০২ : অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের কূটনীতিকদের সাম্প্রতিক ঘন ঘন ঢাকা সফর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপের নেতাদের আমরা তো দাওয়াত করি না। কোথা থেকে এতো মেহমান আসে। আসতে চান আমাদের বলেন, কী জানতে চান বলেন। বাংলাদেশে আমরা কী বিপদে আছি একটু বলুন।’
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ সভার আয়োজন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যেসব বিদেশি আজকে বাংলাদেশের বড় বন্ধু সেজেছেন, আমি জানি না কেন তারা এই বন্ধু সেজেছেন—তারা নিষেধাজ্ঞার কথা বলেন, ধমক মারেন, হুমকি দেন। এখন নাকি আবার ভিসানীতি প্রয়োগ করবেন। আপনারা ধমক মারেন, হুমকি দেন। একেক বার একেক হুমকি দেন। কিন্তু এই হুমকিটা বিএনপির বেলায় কেন বলেন না। ওখানে কি ভিসানীতি ও নিষেধাজ্ঞা নেই।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচনকে যে বাধাগ্রস্ত করবে তার বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগের কথা বলেছেন। আর এই কাজটা তো করছে বিএনপি। আমরা তো করছি না। অপরাধী কারা! যারা নির্বাচন চায় তারা নাকি যারা নির্বাচনে বাধা দেবে তারা! আমরাও দেখব এই নিষেধাজ্ঞার মানে কী। আমরাও দেখব এই ভিসানীতি কার বিরুদ্ধে প্রয়োগ হয়।’
আরও পড়ুন: ভয়ে আ.লীগ নেতাদের মুখ শুকিয়ে গেছে, মুখে হাসি নেই
ওবায়দুল কাদের বলেন, ‘(প্রধানমন্ত্রী) শেখ হাসিনার বড় দোষ তিনি সবসময় সত্য কথা বলে ফেলেন। ভারত মহাসাগরকে নিয়ে বড় বড় শক্তির যে ষড়যন্ত্র, ১৫ আগস্টের আলোচনায় শেখ হাসিনা সেই সত্য ফাঁস করে দিয়েছেন। কোনো বৃহৎ শক্তির হুমকি-ধমকিকে শেখ হাসিনা পরোয়া করেন না।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সে কারণে অনেকেই আমরা অবাক হই, নেত্রী কেন এসব কথা বলছেন। নেত্রী কেন দুনিয়ার বড় বড় মোড়ল মাতবরদের ক্ষ্যাপাচ্ছেন! এই কথা আমরা বলি। কিন্তু নেত্রীর কাছে সব খবর আছে। এখানে একটা খেলা আছে। তাই অন্য দেশ নিয়ে তাদের মাথাব্যথা নেই।’
আরও পড়ুন: ভারত মহাসাগর ব্যবহার করে বিভিন্ন দেশে আক্রমণ তাদের উদ্দেশ্য: প্রধানমন্ত্রী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সাহস থাকলে সে রাজপথে আসুক। রাজপথেই ফয়সালা হোক। আইন ভঙ্গ করে তারেক রহমান প্রতিদিনই অনলাইনে বিএনপিকে আন্দোলনের ফরমায়েশ দিচ্ছেন। আমাদের গণতন্ত্র নিয়ে ইউরোপ-আমেরিকার যারা এত উদ্বিগ্ন, তারা কি গণতন্ত্রের লেবাসধারী ফ্যাসিস্টদের তৎপরতা দেখেন না!’
বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান। দুনিয়ার কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই।’